A PHP Error was encountered

Severity: Warning

Message: count(): Parameter must be an array or an object that implements Countable

Filename: controllers/Article.php

Line Number: 51

Backtrace:

File: /home/successmodelgb/public_html/myapplication/controllers/Article.php
Line: 51
Function: _error_handler

File: /home/successmodelgb/public_html/index.php
Line: 292
Function: require_once

School Management System :: Success Model School

পরিবার নৈতিক শিক্ষার প্রানবেন্দ্র

Alamgir Kabir   10 August 2016    2859

পরিবার নৈতিক শিক্ষার প্রানবেন্দ্র
পরিবারই হচ্ছে শিশুর প্রাথমিক নৈতিক শিক্ষার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এখান থেকেই তার চরিত্রের ভিত্তি গড়ে উঠে। অর্থা Foundation Training এর মূল ক্ষেত্রই হচ্ছে পরিবার। তাই পরিবারে পিতামাতার প্রধান দায়িত্বই হচ্ছে সন্তানকে ছোট থেকেই নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। “হে ঈমানদারগণ! তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহন্নামের আগুন থেকে বাঁচাও। আল কুরআনের এ আয়াতের অর্থ হচ্ছে- তোমারা তোমাদের নিজেদের ও পরিবার পরিজনদের সুশিক্ষা ও ভালো অভ্যাসের  সাহায্যে পরকালীন জাহান্নাম থেকে বাঁচাও। হযরত আলী (রা.) এ আয়াতের ভিত্তিতে বলেছেন-”তোমরা নিজেরা শেখো ও পরিাবারবর্গকে শেখাও সমস্ত কল্যাণময় রীতিনীতি এবং তাদের সেকাজে অভ্যস্ত করে তোল। সন্তান সন্তুতিকে উন্নতমানের ইসলামী আদর্শ শিক্ষাদান ও ইসলামী আইন-কানুন পালনে আল্লাহকে ভয় ও রাসুলে করীম (সা.) কে অনুসরন করে চলার জন্য অভ্যস্ত করে তোলা পিতামাতারই কর্তব্য। এটা হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের বড় হক। সন্তানকে ঐ জ্ঞান ও অভ্যাসে উদ্বুদ্ধ করে  দেয়ার তুলনায় অধিক মুল্যবান কোন দান এমন হতে পারে না, যা তারা সন্তানকে দিয়ে যেতে পারেন। এ প্রসঙ্গে নবী করীম (সা.) বলেছেন-কোনো পিতামাতা সন্তানকে উত্তম আদব-কায়দা ও স্বভাব চরিত্র শিক্ষাদান অপেক্ষা ভালো কোন দান দিতে পারে না। তিনি অন্যত্র বলেছেন- তোমাদের সন্তানদের সম্মান করো এবং তাদের ভালো স্বভাব-চরিত্র শিক্ষা দাও। তাই দেখা যায় যে পরিবার সন্তানের নৈতিক শিক্ষা গঠনের ব্যাপারে যতœশীল সে পরিবারের সন্তানেরাও উন্নত মানুষ হিসেবে সমাজে তত বেশী প্রতিষ্ঠিত ও পরিচিত। (সংগৃহীত)

 

Last Updated : 11:31 AM 10 August 2016