A PHP Error was encountered

Severity: Warning

Message: count(): Parameter must be an array or an object that implements Countable

Filename: controllers/News.php

Line Number: 25

Backtrace:

File: /home/successmodelgb/public_html/myapplication/controllers/News.php
Line: 25
Function: _error_handler

File: /home/successmodelgb/public_html/index.php
Line: 292
Function: require_once

School Management System :: Success Model School

সাকসেস মডেল স্কুলের গৌরব ও অহংকার আসিফ সরকার।

Alamgir Kabir   06 January 2020  


সাকসেস মডেল স্কুলের গৌরব ও অহংকার আসিফ সরকার।

বহু সৃজনশীল প্রতিভার অধিকারী সাকসেস মডেল স্কুল তুলসীঘাটের ২০১৪ সালের পিইসি পরীক্ষায় জিপিএ ৫.০০ (এ প্লাস) পাওয়া ছাত্র মোঃ আসিফ সরকার। পিতা জনাব আসাদুজ্জামান সরকার একজন ব্যবসায়ী, মাতা সৈয়দা হাছিনা আশরাফী , সহকরী শিক্ষিকা (সাকসেস মডেল স্কুলের শুরু থেকে এখন পর্যন্ত)। একমাত্র বোন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভাল সাবজেক্ট না পাওয়ায় ঢাকার মিডফোর্ট হাসপাতালে নাসিং এ পড়ালেখা করছেন। আসিফ এ পর্যন্ত বিভিন্ন সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ২৬ টিরও অধিক সনদপত্র ও মেডেল পেয়েছেন। গত ৩০ ডিসেম্বর ২০১৯ হঠাৎ তাদের বাড়ীতে স্কুলের কাজে যেতে হয় আমার সাথে ছিলেন সাকসেস মডেল স্কুলের উপাধ্যক্ষ জনাব তোফাজ্জল হোসেন ও সহকারী শিক্ষক জীবন। আলমারিতে সাকসেস মডেল স্কুলের ২০১৪ সালের পিইসিতে জিপিএ ৫.০০ প্রাপ্তদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের একটি ক্রেস্ট চোখে পড়ে । লোভ সামলাতে না পেরে হাতে নিতেই ওর আম্মু বলল ও তো অনেক সার্টিফিকেট পেয়েছে, তোমার স্যারকে দেখাও। আমিও অতি উৎসাহী হয়ে ক্রেস্ট টা হাতে নিলামও অন্যান্য সকল সনদপত্রের ছবি উঠালাম যা নিম্নরুপঃ-

পিইসি ২০১৮, ফলাফল জিপিএ ৫.০০
জেএসসি ২০১৭, ফলাফল জিপিএ ৫.০০
হামদে ইলাহী ২০১৬, গাইবান্ধা সরকারী বালক বিদ্যালয়, প্রথম পুরুস্কার
ক্বিরাত প্রতিযোগিতা ২০১৭, গাইবান্ধা সরকারী বালক বিদ্যালয়, প্রথম পুরুস্কার
ইসলামী গান ২০১৭, গাইবান্ধা সরকারী বালক বিদ্যালয়, প্রথম পুরুস্কার
নাত-ই- রাসুল (স) ২০১৭, গাইবান্ধা সরকারী বালক বিদ্যালয়, প্রথম পুরুস্কার
বাৎসরিক মিলাদ, গাইবান্ধা সরকারী বালক বিদ্যালয় (রচনা-২০১৯) প্রথম পুরস্কার
কবিতা আবৃত্তি-২০১৯, গাইবান্ধা সরকারী বালক বিদ্যালয়, প্রথম পুরুস্কার
জাতীয় শিশু কিশোর সাস্কৃতিক প্রতিয়োগীতা (ইফা.) ২০১৮, কাবিতা আবৃত্তি, প্রথম পুরস্কার
মৌসুমি প্রতিযোগীতা ২০১৯ , উপজেলা প্রশাসন, গাইবান্ধা (জ্ঞান ও জিজ্ঞাসা), প্রথম পুরস্কার
জীব বিজ্ঞান উৎসব ২০১৯ এ্যাওর্য়াডেড।
মহাস্থান রেজিমেন্ট ব্যাটালিয়ন ২০১৬ (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট ক্রপস), ফার্স্ট ব্যাটালিয়ন
আঞ্চলিক গণিত অলিম্পির্য়াড ২০১৯, এ্যাওর্য়াডেড।
গণিত উৎসব ২০১৯, এ্যাওর্য়াডেড।

আসিফের শৃংখলা ও আনুগত্যের বহি:প্রকাশ উল্লেখ্য করার মত। সে-দিন রাত প্রায় ৮ টা উত্তর অঞ্চলের গ্রামের বাড়ী কুয়াশায় ভেজা শীত। রাতের অন্ধকার হওয়ায় হোন্ডার চাবি দিয়ে আসিফকে বললাম তুমি একটু হোন্ডা খেয়াল রাখ আমরা পাশের বাড়ী থেকে আসছি। পাশের বাড়ি থেকে আসতে আমাদের বেশ দেরী হল কিন্তু এসে দেখি আসিফ সেই কুয়াশাছন্ন শীতের মধ্যে হোন্ডা খেয়াল রাখছে এক মুহুর্ত্যরে জন্য নড়েননি সে জায়গা থেকেে ।

আজ আমি সাকসেস মডেল স্কুলের গৌরব মোঃ আসিফ সরকারের নাম পরিবর্তন করে আসিফের সাথে “ইকবাল” য্ক্তু করতে চাই মানে আসিফ ইকবাল। এটা আমার একান্ত ব্যক্তিগত উপলিদ্ধ কেননা আসিফের আছে আল্লামা ইকবালের মত বহু প্রতিভা। আল্লামা ইকবাল ছিলেন তৎকালীন ভারতবর্ষে মুসলিম কবি, দার্শনিক, শিক্ষাবিদ ও ব্যারিস্টার।

আসিফ ইকবালের সামনে বড় স্বপ্ন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ। আশাকরি খুব শীঘ্রই তার এ স্বপ্ন পূরণ হবে। সাকসেস মডেল স্কুলের জন্যও তার অনেক পরিকল্পনা রয়েছে যা সে পর্যায়ক্রমে উদ্যোগ নিবে বলে আমার বিশ্বাস। এগিয়ে যাও নওজোয়ান তুমিই আগামী দিনের ড. আতিউর রহমান, জেনারেল কাশেম সোলাইমানি, প্রেসিডেন্ট আহমাদিনেজাদ, রিসেপ তায়্যেব এরদোগান।

সামনে আসিফ ইকবালের এসএসসি পরিক্ষা 2020। আমরা সাকসেস মডেল স্কুলের পক্ষ থেকে আল্লাহর নিকট তার জন্য দোয়া করছি, মহান আল্লাহ তার স্বপ্ন পূরণ করুন। আমিন।।

মোঃ আলমগীর কবির
সহকারী পরিচালক (হিসাব ও অর্থ)
মানারাত ইন্ট্যা. ইউনির্ভাসিটি, ঢাকা।
প্রতিষ্ঠাতা পরিচালক, সাকসেস মডেল স্কুল, তুলসীঘাট, গাইবান্ধা।


Last Updated : 11:39 AM 06 January 2020