পরিচালনা পরিষদের কথা
সমৃদ্ধ একটি জাতির প্রথম শর্ত সুশিক্ষিত জনগোষ্ঠি। আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে। ২০১০ সালে প্রতিষ্ঠিত সাকসেস মডেল স্কুল তেমনি একটি প্রয়াস, এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে অত্র প্রতিষ্ঠানের নাকাইহাট শাখার যাত্রা শুরু হয়। ২০১৮ সাল থেকে এ প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সভাপতি হিসেবে নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও জিটিভির সিনিয়র রির্পোটার এস.এম.গাউসুল আজম বিপু। আমরা কথায় নয় কাজে বিশ্বাসী এ মন্ত্রে উদ্ধুদ্ধ হয়ে প্রতিষ্ঠানটির অগ্রগতি গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা গ্রহণ করতে গিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকগণের আন্তরিক সহযোগিতা পেয়েছি। সাকসেস মডেল স্কুল গাইবান্ধা জেলায় একটি পরিপূর্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার লক্ষ্যে ২০২০ সালে উভয় ক্যাম্পাসে বাংলা ও ইরেজী মাধ্যম চালু করার পরিকল্পনা নিয়েছে, যা অত্র জেলার ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকবৃন্দের দীর্ঘদিনের স্বপ্ন।  সাফল্যের ধারাবাহিকতায় এ প্রতিষ্ঠানটি বিগত ২০১৬ ও ২০১৭ সালের পিইসি ও জেএসসি পরীক্ষায় জাতীয়ভাবে কৃতিত্বের স্বাক্ষর রাখে বলে আমরা খুবই আনন্দিত ও গর্বিত। ২০১৬ শিক্ষাবর্ষে স্কুলটির মূল শাখায় (তুলসীঘাট) পিইসি পরীক্ষায় শতভাগ (১০০%) এ প্লাস ও ২০১৭ সালে স্কুলটির নাকাইহাট শাখায় পিইসি ও জেএসসি পরীক্ষায় অত্র এলাকায় সর্বাধিক সংখ্যক এ প্লাস ও বৃত্তি পেয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে। বর্তমান যুগ বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির উৎকর্ষের যুগ। আধুনিক বিশ্বের সকল ক্ষেত্রে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি জাদুর কাঠির মতো বিস্ময়কর ভূমিকা পালন করছে । শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞানে ও তথ্য-প্রযুক্তির ব্যবহার ইতোমধ্যেই বিশ্বব্যাপী বিরাট আলোড়নের সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে সাকসেস মডেল স্কুল শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির ব্যবহারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম, অনলাইন ও সফটওয়্যার সহ শিক্ষা প্রতিষ্ঠানকে অভিন্ন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার ব্যাপারে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় রয়েছে ঢাকাস্থ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের অধ্যাপক, প্রভাষক, শিক্ষক ও উচ্চপদস্থ দক্ষ কর্মকর্তাবৃন্দ। সুনিদিষ্ট উৎকর্ষ সাধনে পরিচালনা পর্ষদ অতীতের তুলনায় অনেক বেশী অদম্য ও প্রতিশ্রুতিশীল। প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলের জন্য শুভ কামনা রইল। আল্লাহ আমাদের সহায় হোক, আমিন।

Our Principal

সমৃদ্ধ একটি জাতির প্রথম শর্ত সুশিক্ষিত জনগোষ্ঠি। আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে। ২০১০ সালে প্রতিষ্ঠিত "সাকসেস মডেল স্কুল" যাত্ৰা শুরু হয়।

বর্তমান যুগ বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির উৎকর্ষের যুগ। আধুনিক বিশ্বের সকল ক্ষেত্রে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি জাদুর কাঠির মতো বিস্ময়কর ভূমিকা পালন করছে । শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞানে ও তথ্য-প্রযুক্তির ব্যবহার ইতোমধ্যেই বিশ্বব্যাপী বিরাট আলোড়নের সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে সাকসেস মডেল স্কুল শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির ব্যবহারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম, অনলাইন ও সফটওয়্যার সহ শিক্ষা প্রতিষ্ঠানকে অভিন্ন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার ব্যাপারে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় রয়েছে ঢাকাস্থ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের অধ্যাপক, প্রভাষক, শিক্ষক ও উচ্চপদস্থ দক্ষ কর্মকর্তাবৃন্দ। প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলের জন্য শুভ কামনা রইল।