Our Principal

সমৃদ্ধ একটি জাতির প্রথম শর্ত সুশিক্ষিত জনগোষ্ঠি। আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে। ২০১০ সালে প্রতিষ্ঠিত "সাকসেস মডেল স্কুল" যাত্ৰা শুরু হয়।

বর্তমান যুগ বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির উৎকর্ষের যুগ। আধুনিক বিশ্বের সকল ক্ষেত্রে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি জাদুর কাঠির মতো বিস্ময়কর ভূমিকা পালন করছে । শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞানে ও তথ্য-প্রযুক্তির ব্যবহার ইতোমধ্যেই বিশ্বব্যাপী বিরাট আলোড়নের সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে সাকসেস মডেল স্কুল শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির ব্যবহারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম, অনলাইন ও সফটওয়্যার সহ শিক্ষা প্রতিষ্ঠানকে অভিন্ন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার ব্যাপারে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় রয়েছে ঢাকাস্থ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের অধ্যাপক, প্রভাষক, শিক্ষক ও উচ্চপদস্থ দক্ষ কর্মকর্তাবৃন্দ। প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলের জন্য শুভ কামনা রইল।