পরিচালনা কমিটি

বাংলাদেশের খ্যাতনামা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা , ব্যাংকার, বুদ্বিজীবি  ও কিছু বিশিষ্ট ব্যাক্তি নিয়ে সাকসেস মডেল স্কুল এর পরিচালনা কমিটি গঠিত । এ ছাড়া ও স্কুলের প্রতিদিনের সামগ্রিক কার্যক্রম দেখাশুনা করার জন্য একটি কার্যকর একাডেমীক  কমিটি আছে।   

একাডেমীক   কমিটি 

একাডেমিক  কমিটি দেশ বরেন্য শিক্ষাবিদ , বুদ্বিজীবি  ও কিছু বিশিষ্ট ব্যাক্তি নিয়ে গঠিত। তারা প্রতিষ্ঠানের

আদব- আখলাক, নীতি -নৈতিকতা এবং বাস্তব সম্মত পরামর্শ প্রদানের মাধ্যামে গ্রুত্বপূর্ণ ভুমিকা রাখে।

শিক্ষণ পদ্বতি

১। শিক্ষক দ্বারা পাঠ পরিকল্পনা অনুসরন।

২। পরীক্ষার ভয় দুর করার জন্য নিয়ামিত ক্লাস চেস্ট গ্রহন।

৩। শিক্ষার মাধ্যামে যদিও বাংলা  ও ইংরাজি , তথাপি আরবিকে গ্রুত্ব দেওয়া হয়।

৪। দৈনিক  পাঠ না শিখলে ছুটির পর সংশোধনী ক্লাসের মাধমে পড়া শেখানোর ব্যবস্থা ।

৫। ইংরাজি ও গণিত বিযয়ে সাধারন ক্লাস ছাড়া ও অতিরিক্ত Tutorial Class.

৬। নিয়মিত শ্রেণী কক্ষে পাঠ্য  বিযয়ে বুঝিয়ে দিয়ে পড়া দেয়া এবং পড়া আদায় করা।

৭। নিয়মিত ক্লাস ও সাপ্তাহিক পরীক্ষা (C.T), মাসিক পরীক্ষা  (M.T) এবং পুরস্কারের ব্যবস্থা।

৯। নিয়মিত কম্পিউটার ক্লাস ও ওয়েব সাইট ,ইমেইল ছারসিং এর ব্যবস্থা।

১০। নিয়মিত ডায়েরি সংরক্ষণ ও Class Performance  এর উপর ভিক্তি করে  Diary Marks এর ব্যবস্থা।

১১। চিত্রাংকন , খেলাধুলা , বিনোদন , কম্পিউটার প্রশিক্ষণ এবং অন্যান্য সাংস্কৃতিক ও সহ পাঠ কাযক্রমের মাধ্যমে স্জনশীল প্রতিভার বিকাশ সাধন ।

১২। শিক্ষাথীদের  উচ্চতর লক্ষ্য  নির্ধারণ  ও তা অর্জনে  বিশেয় তত্বাবধান।

আমাদের  বৈশিষ্ট্য

১। ওয়েব বেইজড সফটওয়্যার এর মাধ্যমে ফলাফল প্রকাশ, হিসাব বিবরণী জানানো ও এস এম এস প্রদান।

২। বিযয়ে ভিক্তিক অনার্স  সহ মাস্টার্স ডিগ্রিধারী প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান ।

৩। ঢাকার শ্রেষ্ঠ স্কুলের সিলেবাস অনুযায়ী পাঠ দান।

৪। ঢাকার শ্রেষ্ঠ স্কুলের প্রশিক্ষক দ্বারা শিক্ষকদের  প্রশিক্ষণের ব্যবস্থা।

৫। নিয়মিত অভিভাবক সমাবেশ।

৬। নিজস্ব ব্যবস্থাপনায় পরিবহনের সু- ব্যবস্থা।

৭ । সুশ্রংখল অফিস ব্যবস্থাপনা।

আবাসিক ব্যবস্থা

১। স্বল্প খরচে , নিজেস্ব ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা।

২।  আবাসিক শিক্ষক দ্বারা নিবিড় তত্বাবধান।

৩। রুটিন মোতাবেক পাঠ দান ।

৪। ছাত্রী জন্য আলাদা থাকার ব্যবস্থা।

পোশাক

১। ছাত্রঃ আকাশী  রং এর হাফ হাতা শার্ট , নেভি ব্ল প্যান্ট , সু ও মোজা ( সাদা) খয়েরী টাই কালো বেল্ট ।  

২। শীতকালীনঃ ফুল হাতা  শার্ট ও নেভি ব্ল সুয়েটার ।

৩। ছাত্রীঃ আকাশী রং এর ফুল হাতা কামিজ, সাদা সালোয়ার, স্কার্ফ ও ওড়না ( সাদা ), সু ও মোজা ( সাদা ), সাদা বেল্ট ।

৪। শীতকালীনঃ ফুল হাতা কামিজ ও নেভি ব্ল সুয়েটার ।